তৈরি হয়েছে এমন ল্যাপটপ, যা চালাতে কোনদিনই বিদ্যুত্ সংযোগ প্রয়োজন পড়বে না। ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকা শক্তিশালী সৌরকোষই শক্তি জোগাবে ল্যাপটপকে।
কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান উইওয়াই সম্প্রতি সৌরশক্তিচালিত বিশেষ এ ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সৌরশক্তিনির্ভর এ ল্যাপটপের নাম ‘এসওএল’। ল্যাপটপটির নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য হচ্ছে, এসওএল চালাতে চার্জের প্রয়োজনে কখনও বৈদ্যুতিক সকেটের ওপর নির্ভর করার প্রয়োজন পড়বে না। ওপেন সোর্স ভিত্তিক উবুন্টু অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপটিতে ডেটা কেবলযুক্ত সোলার প্যানেল রয়েছে, যার ফলে দুই ঘণ্টা সূর্যের আলোতে রাখলেই দশ ঘণ্টা চলার উপযোগী ব্যাটারি চার্জ হয়ে যায়। অবশ্য, পাশাপাশি বিদ্যুতের সাহায্যে চালানোর সুবিধাও রয়েছে এতে।
নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, এসওএল ল্যাপটপটি পরিবেশবান্ধব। কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ ও পরিবেশের সুরক্ষায় এর ভূমিকা থাকবে। উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের কাছে এ ল্যাপটপ জনপ্রিয় হবে বলেই আশা করছেন তাঁরা। ল্যাপটপটির দাম পড়বে ৩৫০ মার্কিন ডলার।
১৩ দশমিক তিন ইঞ্চি মাপের এলসিডি এইচডি স্ক্রিনযুক্ত এ ল্যাপটপে রয়েছে ইনটেল অ্যাটম প্রসেসর, ৩২০ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, দুই ও চার গিগাবাইট র্যাম সুবিধা।
শিগগিরই এসওএল ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা করেছে কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস